Latest News
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ভোটের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে : এজাজুল হক

ভোটের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে : এজাজুল হক

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী এজাজুল হক বলেছেন, একদিকে বিএনপি-জামায়াত বলছে যারা ভোট কেন্দ্রে যাবে, তারা গণতন্ত্রের শত্রæ, অন্যদিকে ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমর বলছেন ৬০-৮০ ভাগ ভোটার উপস্থিতি দেখাতে হবে। কতভাগ ভোট পড়বে এটা ভোটারদের ওপর নির্ভর করে। কিন্তু শাহজাহান ওমর সাহেব যে বক্তব্য দিচ্ছেন, এটা তিনি ভুল ম্যাসেজ দিচ্ছেন। এতে সবার ক্ষতি হবে। বিদেশি বন্ধুদের কাছে ভুল ম্যাসেজ চলে যাবে। অ্যাম্বাসিগুলো এসব নিয়ে আলোচনা করার সুযোগ পাবে। শুক্রবার সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শেষ করে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এজাজুল হক বলেন, আমি চাই সুষ্ঠু নির্বাচন। এখনো সেই পরিবেশ সৃষ্টি হয়নি। সুষ্ঠু নির্বাচন না হলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমি সাধ্যমত চেষ্টা করেছি মানুষের কাছে যাওয়ার। গণসংযোগ করেছি, লিফলেট বিতরণ করেছি, সভা-সমাবেশও করেছি। জনগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চায়। যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে লাঙ্গল জয়লাভ করবে। খেলা হবে ৭ জানুয়ারি। আমি নির্বাচনের শেষ পর্যন্ত লড়বো।
এসময় ঝালকাঠি সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও রাজাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলালসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …