Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ভীমরুলী ভাসমান হাটে মাস্ক বিতরণ ও সচেতনতা ক্যাম্পেইন করলো দুরন্ত ফাউন্ডেশন

ভীমরুলী ভাসমান হাটে মাস্ক বিতরণ ও সচেতনতা ক্যাম্পেইন করলো দুরন্ত ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলার ঐতিত্যবাহী ভাসমান হাট ভীমরুলীতে স্থানীয়দের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতা ক্যাম্পেইন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দুরন্ত ফাউন্ডেশন। বুধবার সকালে সংগঠনের সদস্যরা এ ক্যাম্পেইনে অংশ নেয়। এছাড়াও প্রজেক্ট গ্রীন কমিউনিটির কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকরা ভীমরুলী আসায় তাদের খাবারের নানা রকম প্লাস্টিক প্যাকেট, থালা ও গ্লাস যাতে পানিতে না ফেলে সে বিষয়ে সচেতন করা হয়। এ সময় স্থানীয়রা ও আগত পর্যটকরা যেখানে সেখানে ও খালের পানিতে ময়লা আবর্জনা ফেলবেন না বলে প্রতিশ্রুতি দেন।


দুরন্ত ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য সৈয়দা মাহফুজা মিস্টির সঞ্চালনায় ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি তাসিন মৃধা অনিক, সাধারণ সম্পাদক জান্নাতুল নাইম অন্তসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …