স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলার নলছিটি শহরের সুগন্দা নদীর তীরে খোলা আকাশের নিচে বসবাসরত বেদেসম্প্রদায়ের ২৬ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন উপজেলা প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের হাতে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ১টি করে সাবান তুলে দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। বুধবার সকালে বেদে পল্লিতে এসব সামগ্রী বিতরণ শেষে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় তাদের দিক নির্দেশনা দেন রুম্পা সিকদার। জরুরি প্রয়োজন ছাড়া অবাদে ঘোরাফেরা করতে নিষেধ করা হয় তাদের। এ ছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী দেওয়া হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …