Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতি বেশি করে টেলিভিশনের পর্দায় তুলে ধরতে হবে : আমু

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতি বেশি করে টেলিভিশনের পর্দায় তুলে ধরতে হবে : আমু

স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির ১৭ তম বর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে। বুধবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য প্রবীন রাজনীতিবীদ আমির হোসেন আমু এমপিসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে অতিথিদের নিয়ে জন্মদিনের কেক কাটেন আমির হোসেন আমু। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি বেশি করে টেলিভিশনের পর্দায় তুলে ধরা প্রয়োজন। কারন আমাদের দেশে বিদেশি মিডিয়াও দেখা যায়, সুতরাং তাদের পাশ্চাত্যের সংস্কৃতির প্রভাব বাংলাদেশের যুবক-যুবতীদের মনে যাতে দাগ কাটতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এনটিভি ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সবচেয়ে বেশি চিত্র তুলে ধরেছিল। এনটিভির ভিডিও সারা বিশ্বের মানুষ দেখেছে। এনটিভি সত্য ও নিরপেক্ষ কথা বলে। তাদের আগামী দিনের পথচলা সুন্দর ও সফল হোক।

এনটিভির জেলা প্রতিনিধি কে এম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, মু. আব্দুর রশীদ, সহসভাপতি শ্যামল সরকার, আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক মানিক রায়, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সাধারণ সম্পাদক দুলাল সাহা, ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, আওয়ামী লীগনেতা অ্যাডভোকেট রুহুল আমীন রিজভী, যুবলীগনেতা পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, সৈয়দ হাদিসুর রহমান মিলন ও জামাল হোসেন মিঠু।