Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ গোয়েন্দা পুলিশ পরিদর্শক ঝালকাঠির কামরুজ্জামান

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ গোয়েন্দা পুলিশ পরিদর্শক ঝালকাঠির কামরুজ্জামান

স্টাফ রিপোর্টার :
বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ গোয়েন্দা পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান মিয়া। তিনি ঝালকাঠি গোয়েন্দা পুলিশের পরিদর্শক। আজ মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে কামরুজ্জামানকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম) ক্রেস্ট ও সনদপত্র তাঁর হাতে তুলে দেন। কর্মক্ষেত্রে সফলতার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়। এসময় ঝালকাঠির পুলিশ সুমার মো. জোবায়েদুর রহমানসহ বরিশাল বিভাগের ছয়টি জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন। মো. কামরুজ্জামান মিয়া টানা তিন দফায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ গোয়েন্দা পুলিশের পরিদর্শক নির্বাচিত হয়েছেন। কর্মক্ষেত্রে সফলতার জন্য বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি ছয় জেলার মধ্যে যাচাই-বাছাই করে একজনকে শ্রেষ্ঠ গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নির্বাচিত করেন। পুরস্কার পাওয়ায় গর্বিত মো. কামরুজ্জামান মিয়া বলেন, পুলিশ বাহিনীতে চাকরি নেওয়ার পর থেকে সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানের নির্দেশে গোয়েন্দা পুলিশের একটি দক্ষ দল নিয়ে অভিযানে অনেক সফলতা পেয়েছি। বভিষ্যতে আরো ভাল করতে চাই।