Latest News
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ।। ৬ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির বিরুদ্ধে অযৌক্তিক দাবির অভিযোগ ঝালকাঠি মালিক সমিতির

বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির বিরুদ্ধে অযৌক্তিক দাবির অভিযোগ ঝালকাঠি মালিক সমিতির

মিজানুর রহমান টিটু :
বরিশাল-পটুয়াখালী বাস ও মিনি বাস মালিক সমিতির বিরুদ্ধে ন্যায্য হিস্যা না দেওয়া ও বাস ধর্মঘটের অযৌক্তিক হুমকির ঘটনায় প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে ঝালকাঠি বাস মালিক সমিতি। আজ মঙ্গলবার বিকেল তিনটায় জেলা বাস টার্মিনাল ভবনের একটি কক্ষে প্রতিবাদ সভা করে তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বাস ও মিনি বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বরিশাল-পটুয়াখালী বাস ও মিনিবাস মালিক সমিতি ঝালকাঠির সড়ক ব্যবহার করে দীর্ঘ দিন ধরে ১১১টি বাস চালিয়ে আসছে। অথচ ঝালকাঠি মালিক সমিতির বাস সমুদ্র সৈকত কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের সাতটি রুটে চলতে দেওয়া হচ্ছে না। সড়কে ন্যায্য হিস্যার দাবিতে গত ১৪ ফেব্রুয়ারি থেকে ঝালকাঠি বাস মালিক সমিতি আন্দোলনে নামে। তারা ঝালকাঠির সড়ক ব্যবহার করে বরিশাল মালিক সমিতির বাসগুলো সরাসরি খুলনা, যশোর, পিরোজপুর, বাগেরহাট ও ঝালকাঠিতে চলাচল বন্ধ করে দেয়। এতে দুর্ভোগে পড়েন এসব রুটের যাত্রীরা। এদিকে বরিশাল বাস মালিক সমিতি ঝালকাঠির সড়ক ব্যবহার করতে না পেরে দক্ষিণাঞ্চলের সকল রুটে বাস চলাচল বন্ধের হুমকি দেয়। হুমকি প্রদানের তীব্র প্রতিবাদ জানিয়ে ঝালকাঠি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, অযৌক্তিক দাবি ও সড়কে ন্যায্য হিস্যা না দিয়ে বরিশাল বাস মালিক সমিতি নানা হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে তারা প্রশাসনের ঊধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন বক্তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা বাস ও মিনি বাস মালিক সমিতির সহসভাপতি মাহাবুবুল হক দুলাল, সদস্য শাহ আলম খলিফা, আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিবর রহমান ও সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী।