স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) ঝালকাঠি জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম, সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজ সিকদার ও শিক্ষক আফজাল হোসেন। মানববন্ধনে শিক্ষকরা বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের অলংকার। তিনি একটি পতাকা ও একটি মানচিত্র এনে দিয়েছেন। তাঁর অপমান শিক্ষক সমাজ কোনভাবেই মেনে নিবে না। বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ঢাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধীতাকারীদের আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবিও জানান শিক্ষক নেতৃবৃন্দ।
Home / জাতীয় / বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …