Latest News
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ।। ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার সকাল ১১টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান, যুবলীগ নেতা প্রান্তিক দাস পুটু, আবুল কাশেম বাবলু, ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান।
মানববন্ধন কর্মসূচিতে মৌলবাদী, জঙ্গি, ধর্মব্যবসায়ী ও অপব্যাখ্যাকারী এবং ফতোয়াবাজদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …