Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / প্রার্থীতা ফিরে পেলেন মাছুদ খান, নির্বাচনে আর কোন বাধা নেই  

প্রার্থীতা ফিরে পেলেন মাছুদ খান, নির্বাচনে আর কোন বাধা নেই  

স্টাফ রিপোর্টার  :
ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী কে এম মাছুদ খানের প্রার্থীতা বহাল রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহামুদ হাসানের নেতৃত্বে চার বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে আজ মঙ্গলবার চেম্বার জজ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার করেন। ফলে নির্বাচন করতে মাছুদ খানের আর কোন বাধা নেই। মাছুদ খানের পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
জানা যায়, গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইকালে মেয়র পদপ্রার্থী কে এম মাছুদ খানের মামলা সংক্রান্ত কাগজপত্রে সমস্যা দেখা দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. ওহিদুজ্জামান মুন্সি। এ ঘটনায় মাছুদ খান ৫ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি। পরে তিনি হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেতে রিট আবেদন করেন।
১৩ জানুয়ারি শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামান ও মো. মাহমুদ হাসান তালুকদারের যৌথ বেঞ্চ তাঁর প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। একইসঙ্গে তাঁকে প্রতীক বরাদ্দ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আপিল করেন। গত মঙ্গলবার ৮ সপ্তাহের জন্য এ আদেশ স্থগিত করেন। মাছুদ খান প্রার্থীতা ফিরে পেতে পুনরায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের চারজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ মাছুদ খানের প্রার্থীতা বহাল রাখার নির্দেশ দেন বলে জানিয়েছেন মাছুদ খানের আইনজীবী আকতার রসুল মুরাদ।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …