স্টাফ রিপোর্টার :
এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে প্রশ্নফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে ঝালকাঠিতে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) মানববন্ধন করেছে। আজ রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। সনাক সভাপতি প্রফেসর মো. লালমিয়ার সভাপত্বিতে মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন সনাকের সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদার, স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত কনিকার প্রতিনিধি সৈয়দ আলী হাসান, ইয়েস সহদলনেতা উম্মে আয়মন জ্যোতি, ইয়েস সদস্য নুসরাতজাহান মৌমি, মো. সিরাজুলইসলাম ও ইয়েস ফ্রেন্ডস সদস্য মো. সাকিবুর রহমান। বক্তারা প্রশ্নফাঁসের বিষয়ে উদ্বেগ প্রকাশ জানিয়ে বলেন, প্রশ্নফাঁস বর্তমান সময়ে একটি আলোচিত বিষয়। প্রাথমিক সমাপনী পরীক্ষা থেকে শুরু করে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি, এইচএসসি, ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁসের যে মহামারি শুরু হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। আবার আগাম ঘোষণা দিয়েও প্রশ্নফাঁস করা হচ্ছে। এতে তরুণ প্রজম্মের মাঝে হতাশা দানা বাঁধছে। ফলে শিক্ষাব্যবস্থাই বিপর্যের মুখে পড়ছে। যা জাতির ভবিষ্যতের জন্য এক অশনিসংকেত। তাই প্রশ্নফাঁসের সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।