স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শারমীন আফরোজ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। চেয়ারম্যান প্রার্থীসহ ১৩টি সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল বাশার নৌকা এবং বিএনপির প্রার্থী মো. ওয়ারেচ আলী খানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এছাড়া ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মো. নাসির উদ্দিন মধৃা (পাখা), সতন্ত্র প্রার্থী আবদুল ওয়াহেদ জমাদ্দার (আনারস), মো. অরিফুর রহমান পেয়েছেন (রজনীগন্ধা)। সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১১ জন প্রার্থী রয়েছেন। এক নম্বর সংরক্ষিত ওয়ার্ডে নাছিমা বেগম (মাইক), মোসাম্মত মমতাজ বেগম (কলম), শাহানাজ পারভীন (সূর্যমুখী) ও হীরামনি বেগম (হেলিকপ্টার)। দুই নম্বর সংরক্ষিত ওয়ার্ডে নাজমুন নাহার নাজমা (বই), রাজমনি মুক্তা (কলম), সাথী আক্তার মুক্তি (মাইক)। তিন নম্বর সংরক্ষিত ওয়ার্ডে ছালমা নাহার (বক), মাকসুদা বেগম (সূর্য্যমুখী), সাহীনুর বেগম (কলম) ও হালিমা বেগম (বই)। সাধারণ সদস্য এক নম্বর ওয়ার্ডের মো. আইয়ুব আলী হাওলাদার (ফুটবল), মো. নান্না মিয়া (তালা), মো. বেলায়েত হোসেন তালুকদার (টিউবয়েল), মো. হেলাল মল্লিক (মোরগ)। দুই নম্বর ওয়ার্ডে আবদুল মান্নান (টিউবয়েল), মো. বজলুল হক (ফুববল), মো. মাহামুদ পারভেজ (মোরগ), সেলিম সিকদার (সিলিং ফ্যান)। তিন নম্বর ওয়ার্ডে নুরুল ইসলাম খলিফা (আপেল), মো. ফেরদৌস হাওলাদার (মোরগ), মু. খালিদ হাসান (ফুটবল) ও মো. মনির হোসেন বেপারী (টিউবয়েল)। চার নম্বর ওয়ার্ডে আল আমিন হোসেন ফরাজী (আপেল), ইসমাইল হোসেন (মোরগ), মো. ইউনুচ আলী বেপারী (ফুটবল) ও মো. দেলোয়ার হোসেন খান (টিউবয়েল)। পাঁচ নম্বর ওয়ার্ড মো. মশিউর রহমান (ফুটবল), মো. শাখাওয়াত হোসেন (মোরগ) ও মো. সালেহ উদ্দিন মল্লিক (আপেল)। ছয় নম্বর ওয়ার্ডে মো. নজরুল ইসলাম আকন (মোরগ), মো. নাসির উদ্দিন খলিফা (আপেল), মো. সাইদুর রহমান ফারুক (তালা) ও মো. সাইদুর রহমান (ফুটবল)। সাত নম্বর ওয়ার্ডে মো. কাওসার হোসেন (মোরগ), মো. জাফর আহম্মেদ (আপেল) ও মো. শাহজাহান হাওলাদার (ফুটবল)। আট নম্বর ওয়ার্ড আবদুল জব্বার খান (টিউবয়েল), মেহেদী হাসান মাঝি (মোরগ), মো. মাজেদুল হক (তালা), মুজিবুর রহমান (আপেল) ও মো. শাহীন তালুকদার (ফুটবল)। নয় নম্বর ওয়ার্ড মো. আবদুল বারেক হাওলাদার (সিলিং ফ্যান), মোহাম্মদ আলী হাওলাদার (মোরগ), রিপন হাওলাদার (তালা), মো. সাঈদ হোসেন লিটন (আপেল) ও মো. এস এম হাফিজ উদ্দিন (আনারস)। এ ইউনিয়নে মোট ভেটার ১১ হাজার ৪৩৭ জন। এর মধ্যে পুরুষ ৫৯২০ জন এবং মহিলা ৫৫৫৩ জন। আগামী ১৫ মে পোনাবালিয়া ইউপি নির্বাচনের ভোট গ্রহনের দিন ধায্য রয়েছে।
একই দিন সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে তিন জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। মো. তকদির হোসেন (মোরগ), মো. ফিরোজ সরদার লিটু (ফুটবল) ও শিমুল হোসেন (তালা)।