স্টাফ রিপোর্টার :
স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে ঝালকাঠিতে দিনব্যাপী উৎসব চলছে। শনিবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী শোভাযাত্রার নেতৃত্ব দেন। এতে পুলিশ, আনসার, সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় এক হাজার মানুষ অংশ নেয়। নানা রকমের বাদ্যযন্ত্র, ফেস্টুন নিয়ে পদ্মা সেতুর উদ্বোধনকে স্বাগত জানানো হয়। জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে পদ্মা সেতু উদ্বোধনী উপলেক্ষ।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …