স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির শিশু পার্ক মাঠে চলছে সাত দিনব্যাপী এসএমই পণ্য মেলা। মেলার দ্বিতীয় দিনে সোমবার বিকেলে অনুষ্ঠিত হয় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ঝালকাঠির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বিচারকের দায়িত্ব পালন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান খান ও সরকারি গণগ্রন্থাগারের সহকারি পরিচালক খালিদ সাইফুল্লাহ। একদিকে চলছে প্রতিযোগিতা, অন্যদিকে মেলায় আগত দর্শনার্থীরা ব্যস্ত কেনা কাটায়। ৫১টি স্টলে দেশিয় পণ্যের পসরা বসিয়েছেন বিক্রেতারা। রয়েছে পিঠা-পুলিসহ নানা বাহারি খাবারের দোকান। মেলা উপলক্ষে দেশিয় খেলুধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে প্রতিদিন। এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পরেশন (বিসিক)।