স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে তিন দিনব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে সোমবার সকালে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও বিদেশ থেকে আসা লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন উপমহাদেশের বুযুর্গ-ওলী, দার্শনিক ও মুজাদ্দেদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আযীযুর রহমান কায়েদ সাহেব হুজুরের একমাত্র সাহেবজাদা আমীরুল মুসলিহীন মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। আখেরী মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করা হয় মোনাজাতে। মোনাজাত শুনে মুসল্লিরা চোখের পানি ধরে রাখতে পারেনি। আল্লাহ আল্লাহ ধ্বনিতে মুখরিত ছিল পুরো মাহফিল ময়দান। আখেরী মোনাজাতের আগে বাদ ফজর সমাপনী বয়ানে নেছারাবাদী হুজুর বলেন, কেয়ামতের শাস্তি ভয়ংকর। এ শাস্তি থেকে রক্ষা পেতে হলে পরিপূর্ণ ইমানদার হতে হবে, নামাজ শুদ্ধভাবে আদায় করতে হবে।
মাওলানা খলীলুর রহমান বলেন, যাদের অর্থায়নে ও যাদের ত্যাগে মাহফিল সম্পন্ন হয়েছে, তাদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। তিনদিন যারা মাহফিলের জন্য ঐক্লান্তিক পরিশ্রম করেছেন, তাদের নেক আশাগুলো আল্লাহ আপনি পূরণ করে দিন। মুসলিহীনের নেতৃবৃন্দ মাহফিলে অনেক কষ্ট করেছেন, মেহমানদের খেদমত করেছেন যারা, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ আপনাদের খেদমতকে কবুল করুন।
নেছারাবাদী হুজুর আরো বলেন, যাহেরী ও বাতেনী দুশমন এবং বিঘœ-বিপদ ও প্রতিবন্ধকতার মোকাবেলা করার জন্য যাহেরী ও বাতেনী সর্বপ্রকার শক্তি সঞ্চয় করার আবশ্যকতা অনস্বীকার্য। তাই আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, ‘তোমরা তাদের মোকাবেলা করার নিমিত্তে যথাসাধ্য শক্তি সঞ্চয় কর।’ সুতরাং ইসলামী জিন্দেগী যাপনকারীর জন্য যে সকল শক্তি অর্জন করা একান্ত প্রয়োজন, তার মধ্যে ঐক্য, সংহতি ও সংঘবদ্ধতা একটি প্রধান শক্তি। অতএব, ইসলামী জিন্দেগী যাপনকারীকে এই শক্তিও অবশ্যই অর্জন করতে হবে। এ জন্যই আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, ‘তোমরা দ্বীন-ইসলামকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।’
নেছারাবাদী হুজুর বলেন, রসূলে আকরাম সল্লাল্লাহু আলাইহি অসাল্লাম মুসলমানদেরকে হামেশা দ্বীনের ভিত্তিতে সংঘবদ্ধ হয়ে জীবনযাপন করার জন্য বিশেষভাবে তাম্বীহ ও তাকীদ করে গিয়েছেন। শুধু তাই নয়, দ্বীনের ভিত্তিতে সংঘবদ্ধ ও দলবদ্ধ হয়ে জীবন যাপন করা, যাতে আমাদের অভ্যাসে পরিণত হয়। এজন্য দৈনিক পাঁচবার নামাযসহ জুমা, ঈদ ও হজ্ব প্রভৃতি ইসলামের প্রধান প্রধান রোকনসমূহে জামায়াতকে অপরিহার্য করে দেয়া হয়েছে। রসূলে করীম সল্লাল্লাহু আলাইহি অসাল্লাম এরশাদ করেন, ‘তিন ব্যক্তি কোন স্থানে অবস্থান করলে তাদের একজনকে আমীর নির্বাচন করে জামাত করতে হবে।’
এ হাদীস দ্বারা আমরা সহজেই উপলব্ধি করতে পারি যে, ইসলামে সংঘবদ্ধ জীবনের গুরুত্ব কত বেশি। বুখারী শরীফে বর্ণিত হয়েছে, রসূলে পাক সল্লাল্লাহু আলাইহি অসাল্লাম এরশাদ করেছেন, ‘নির্জন প্রান্তরেও তিনজন লোক থাকলে সেখানে একজনকে আমীর না বানিয়ে থাকা জায়েয নেই।’
নেছারাবাদী হুজুরের আহ্বান, আমরা দল-মত-ছেলছেলা নির্বিশেষে ‘ইত্তেহাদ মায়াল ইখতেলাফ’ নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে ঈমান ও ইসলামকে রক্ষা করি।
উল্লেখ্য, সোমবার বাদ ফজর লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে হযরত নেছারাবাদী হুজুর দুই দিনব্যাপী মাহফিলের তানফীযী বয়ান ও আখেরী মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে হুজুর নির্যাতিত মুসলিম উম্মাহ ও বিশ^বাসীর মুক্তির জন্য বিশেষ দোয়া করেন।
আখেরী মোনাজাতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আহসান উল্লাহ সাইয়্যেদ, বাংলাদেশ জমিয়াতুল মুদারেসিনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা সাব্বির আহম্মেদ মোমতাজি, পিএইচপি কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ ক্বারী মো. আবু ইউসুফ, হযরত শামসুল হক ফরিদপুরী রহ.-এর সাহেবজাদা হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব এবং হযরত নেছারাবাদী হুজুরের সাহেবজাদা ও বাংলাদেশ ফোরকানিয়া বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ আযীযুর রহমান তাকী (ছদর ছাহেব হুজুর) উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …