স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে আগামী ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পুরাতন পোস্ট অফিস সড়কে মেয়র প্রার্থী আব্দুল ওয়াহেদ খানের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী (এপিএস) ফখরুল মজিদ কিরণ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা যুবলীগ নেতৃবৃন্দের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক দুলাল শরীফের সভাপতিত্বে কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের আহ্বায়ক জাকির, যুবলীগ নেতা কামাল শরীফ, নলছিটি উপজেলা যুবলীগ নেতা খান মনিরুজ্জামান বিপ্লব, মামুন তালুকদারসহ যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুস লস্কর। কর্মী সভায় অংশ নেন নলছিটি পৌরনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আব্দুল ওয়াহেদ খান।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুল মজিদ কিরণ বলেন, আব্দুল ওয়াহেদ খানকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। তাঁর হাতে নৌকা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নৌকা বন্ধুর নৌকা নৌকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা, আমির হোসেন আমুর নৌকা ও উপজেলা আওয়ামী লীগের নৌকা। নৌকার বিজয়ের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একজন ভালো মানুষ। তাকে নির্বাচিত করে পৌর মেয়র হিসেবে শেখ হাসিনা ও আমির হোসেন আমুকে বিজয় উপহার দিতে হবে।
পরে নৌকার সমর্থনে শহরে একটি মিছিল বের করেন নেতাকর্মীরা। এতে অংশ নেন জেলা, উপজেলার নেতৃবৃন্দ।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …