স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটির দপদপিয়ায় আলোচিত আনিসুর রহমান রুম্মান হত্যা মামলার ৯ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার ১৩ আসামি আদালতে সেচ্ছায় আত্মসমর্পণ করেন। এর মধ্যে বয়স্ক ৪ জনকে জামিন মঞ্জুর করেন আদালত। যাদের কারাগারে পাঠানো হয়, তারা হলেন দপদপিয়া গ্রামের জিহাদ খান (২১), সোহেল হাওলাদার (৩২), আলমগীর হোসেন (৩৮), আছাদ (৩৪), রিয়াদ গাজী (২১), জামাল হাওলাদর (২৯), রুবেল হাওলাদার (৩৪) বেল্লাল হোসেন (৪০) সিরাজ হাওলাদার (৩৪)। জামিনপ্রাপ্তরা হলেন আফতার হোসেন (৫৮), কামাল (৪৫) মনির (৪৭) ও আইউব আলীকে (৬০) জামিন মঞ্জুর করেন।
গত ৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় দপদপিয়া বিশ্বাসবাড়ির সামনে সত্তার বিশ্বাসের ছেলে আনিসুর রহমান রুম্মানকে জবাই করে হত্যা করা হয়। পুরনো বিরোধের জের ধরে স্থানীয় আল মামুন লোকজন নিয়ে রুম্মাকে জবাই করে হত্যা করে। আল মামুন এখনও পলাতক রয়েছে। আল মামুন হাওলাদর একই গ্রামের আইন উদ্দিন হাওলাদারের ছেলে। এ ঘটনায় ৪ জানুয়ারি রুম্মানের চাচাতো ভাই মিঠু বিশ্বাস বাদী হয়ে ২২ জনকে আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …