স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দক্ষ চালকের কারণে অর্ধশতাধিক বাস যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে। রবিবার বিকেলে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়পুরের কাচারিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি গাড়ির ক্ষতি হলেও যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়ক দিয়ে ভান্ডারিয়াগামী সৈয়দ পরিবহনের একটি বাস অতিক্রমকালে কালিজিরাগামী অঙ্গিকার নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় উভয় বাসের গ্লাস ভেঙ্গে যায়। তবে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি।
নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. সালেম মিয়া বলেন, কোন যাত্রী আহত হয়নি। তবে বাসের ক্ষয়ক্ষতি হয়েছে। সৈয়দ পরিবহন বাসটি যথাসময়ে ভান্ডারিয়া চলে গিয়েছে। অঙ্গীকার নামের বাসটি দুর্ঘটনাস্থলে আছে। যান্ত্রিক ত্রুটি থাকায় যাত্রী নিয়ে ওই গাড়িটি গন্তব্যে যেতে পারেনি।