স্টাফ রিপোর্টার :
পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ তিনজনের জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের দেওয়া ছয় সপ্তাহের জামিন শেষে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তাঁরা জামিন প্রার্থনা করেন। বিচারক জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, যুবদল সভাপতি মাসুম শরীফ ও ছাত্রদলের সাবেক সভাপতি আসলাম খান। আসামী পক্ষের আইনজীবী মিজানুর রহমান মুবিন এ তথ্য নিশ্চত করেছেন। গত ২ এপ্রিল হাইকোর্ট তাদের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেছিলেন।
জানা যায়, বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার জামিনকে কেন্দ্র করে ঝালকাঠির নলছিটিতে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে পুলিশ। গত ৬ ফেব্রুয়ারি নলছিটি থানার উপপরিদর্শক মো. সোলায়মান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বিএনপির ছয়জন নেতাকর্মীকে আসামী করা হয়। এ মামলার আসামী উপজেলা ছাত্রদলের সভাপতি পলাশ সজ্জন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন লাভ করেন।