স্টাফ রিপোর্টার :
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’- এ স্লোগানে ঝালকাঠির নলছিটি উপজেলায় ১১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে ল্যাপটপ তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান।
প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ ঘোষণা দিয়েছে, এটা বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে শিক্ষক শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রণি ভূমিকা পালন করবে। বাংলাদেশ আগের চেয়ে অনেক এগিয়ে গেছে। সার্বিক যে একটি পরিবর্তন হয়েছে, এটা শেখ হাসিনার জন্যই হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …