Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

নলছিটিতে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি শহরের রাস্তাঘাটের বেহলা অবস্থা দীর্ঘদিনের। বর্ষা মৌসুমে রাস্তা দিয়ে মানুষের যাতায়াত দুরূহ হয়ে পরছিল। যানবাহনও চলছিল ঝুঁকি নিয়ে। শহরের প্রধান সড়কটি সংস্কার না হওয়ায় ক্ষোভ জমেছিল পৌরবাসীর মনে। অবশেষে সেই সড়কটির সংস্কার করার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান তাঁর নির্বাচনী প্রতিশ্রæতি বাস্তবায়ন করতে জনসাধারণের ভোগান্তি রোধে সড়কটির উন্নয়ন কাজ শুরু করেন। রবিবার সকালে ভার্চুয়ালি সংযুক্ত থেকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন। বাসস্ট্যান্ড থেকে থানারপু পর্যন্ত খানাখন্দে ভরা সড়কটির সংস্কার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পৌর মেয়র।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, আওয়ামীলীগ সরকার মানুষের উন্নয়নের জন্য কাজ করে। নলছিটি শহরের এ সড়কটি সংস্কার করার ফলে যাতায়াতকারীদের সুবিধা হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি পৌর কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনার্দন দাস, প্যানেল মেয়র পলাশ তালুকদার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …