স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তারকৃত বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মিরাজুর রহমান মিরাজের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকরা। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাবকরা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় লাভলু হাওলাদার, নাছিমা বেগম ও ভিকটিম ওই স্কুল ছাত্রীর বাবা। মানববন্ধনে অংশ গ্রহণকারীরা অভিযুক্ত দপ্তরি মিরাজের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
প্রসঙ্গত, গত বুধবার সকাল ১১টার দিকে ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয়ের আশেপাশে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছিল কয়েকজন শিক্ষার্থী। বিদ্যালয়ের দুই শিক্ষক ছিলেন দুটি ক্লাসে পাঠদানে ব্যস্ত। এ সুযোগে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মিরাজুর রহমান মিরাজ তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে লাইব্রেরীতে ডেকে এনে ধর্ষণচেষ্টা করে। শিশুটি চিৎকার দিয়ে কৌশলে তার কাছ থেকে দৌঁড়ে পালিয়ে যায়। বাড়িতে গিয়ে বিষয়টি সে তার বাবা মাকে জানায়। স্থানীয় লোকজন ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দুপুরে বিদ্যালয়ে এসে ওই ছাত্রীর বক্তব্য শুনে দপ্তরিকে আটক করে। এ ঘটনায় নলছিটি একটি মামলা দায়েরের পর আটককৃত দপ্তরি মিরাজকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।