স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলায় এক হাজারেরও বেশি স্থাপনার জন্য সৌর প্যানেল বিতরণ করা হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সহায়তায় বসতঘর, সড়ক ও প্রতিষ্ঠানে এসব সৌর প্যানেল স্থাপন করা হয়। আজ শুক্রবার সকালে কুলকাঠি ইউনিয়ন পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম উদ্বোাধন করেন ইউপি চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৌর প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠান সৃজনী বাংলাদেশের এলাকা ব্যবস্থাপক খেজের আলমের সভাপতিত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে বক্তব্য দেন।
ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার কাজ চলছে। এ কাজের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সৃজনী বাংলাদেশ নলছিটি উপজেলায় সৌর প্যানেল স্থাপনের কাজ শুরু করেছে।
সৌর প্যানেল পেয়ে আননন্দিত কুলকাঠি ইউনিয়নের হতদরিদ্ররা। সৌর প্যানেল পেয়ে খুশি তৌকাঠি গ্রামের রেখা আক্তার (৩০), তোফাজ্জেল সিকদার (৪০), মাছুদ মোল্লা (৩৫), কামাল হোসেন হাওলাদার (৫৫), বিকপাশা গ্রামের জাহাঙ্গীর হোসেন (৪০), বেল্লাল হোসেন (৪৫), শহিদুল ইসলাম আলি (৪০), বিহঙ্গল গ্রামের জালাল হাওলাদার (৫০), মিলন হোসেন (৪০), সরই গ্রামের শ্রীবাস (৫৪), পাওতা গ্রামের হতদরিদ্র রুনা আক্তার (২৫), হানিফ হাওলাদার (৫৫), হাড়িখালী গ্রামের আনোয়ার হোসেন (৫৫), কাপড়কাঠি গ্রামের খোকন মিয়া (৪৫)। তাঁরা জানান, এতদিন বাড়িতে কুপির আলো জ্বালিয়ে ছেলে মেয়ে লেখাপড়া করেছে। এখন আর অন্ধকারে থাকতে হবে না তাদের। শিল্পমন্ত্রী আমির হোসেন গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষের কথা চিন্তা সৌর প্যানেল পাঠিয়েছেন শুনে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুবিধাভোগীরা।