স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা, ইভ টিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধ সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) শাখাওয়াত হোসেন। কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল কাদের মোল্লা, স্থানীয় বাসিন্দা আবদুল মালেক ও আনোয়ার হোসেন। সভায় সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা, ইভ টিজিং ও বাল্যবিয়ে বন্ধে স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার পরামর্শ দেন বক্তারা। কুলকাঠি ইউনিয়ন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।