স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও আগামী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মো. রাসেল হাওলাদার ও তাঁর পরিবারের সদস্যদের একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। সোমবার ঝালকাঠি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন যুবলীগ নেতা রাসেল হাওলাদার।
সংবাদ সম্মেলনে রাসেল হাওলাদারের ছোট ভাই শ্রমিক লীগ নেতা ইমরান হাওলাদার ও স্থানীয় যুবলীগ নেতা রাজা হাওলাদার উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মো. রাসেল হাওলাদার অভিযোগ করেন, গত পৌরসভা নির্বাচনে তিনি নলছিটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করে অল্প ভোটে পারাজিত হন। এ বছরও তিনি একই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী এবং তিনি মনে করেন গত নির্বাচনের চেয়ে এ বছর তাঁর অবস্থা অনেক ভাল। তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় বর্তমান কাউন্সিলর আব্দুস ছালাম হাওলাদার তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে নানা ষড়যন্ত্র শুরু করেন। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বর্তমান কাউন্সিলর ছালাম হাওলাদার এবং তাঁর চাচাত ভাই র্যাব পুলিশের সোর্স পরিচয়দানকারী ইদ্রিস হাওলাদার মিলে রাসেল ও তার ছোট ভাই ইমরানের বিরুদ্ধে ভোলা জেলার লালমোহন, চরফ্যাশন এবং নলছিটি থানায় একাধিক ডাকাতি মামলাসহ, চাঁদাবাজি ও মারামারির মামলা দায়ের করিয়েছেন। ‘মিথ্যা ডাকাতি মামলায়’ ইমরান হাওলাদার গ্রেপ্তার হয়ে ৮/৯ মাস কারাভাগ করেছেন। বর্তমানে ছালাম হাওলাদার, তাঁর সহযোগী ইদ্রিস হাওলাদার মিলে রাসেল ও তাঁর ভাই ইমরানকে মিথ্যা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা, অবৈধ অস্ত্র অথবা মাদক রেখে মামলা দেওয়ার হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলননে মো. রাসেল আরও জানান, কাউন্সিলর ছালাম হাওলাদার ও ইদ্রিস হাওলাদার আমাদের এবং সাধারণ মানুষদের ভয় দেখানোর জন্য সব সময় দেশীয় অস্ত্র দা, কুড়াল, হাতুড়ি, বাডইল সাথে নিয়ে চলা ফেরা করে। কাউন্সিলর ছালাম তাঁর আপন বড় ভাই আবদুল খালেক হাওলাদারের (খালেক ডিলার) পৌরসভার সামনের বসতঘর ও জমি দখল করে। পরে সেখানে একটি দোকান নির্মাণ করে রড সিমেন্টের দোকান দিয়েছেন ছালাম। জমি দখল করা তার পেশায় পরিনত হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …