স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. মাসদ খান গণসংযোগ করেছেন। বুধবার বিকেলে তিনি মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরে প্রবেশ করেন। দীর্ঘ দিন পরে নলছিটি আসায় তাকে একনজর দেখতে কর্মী-সমর্থকরা ভীড় করেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। চোখে পানি ধরে রাখতে পারেননি মাসুন খানও। বুকে জড়িয়ে ধরে কর্মী-সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে শহরের বাসস্ট্যান্ড থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তিনি শহর প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসেন। এসময় বিজয় উল্লাস-৭১ চত্বরে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র মাসুদ খান। তিনি বলেন, জনতার স্রোত আজ কি বলছে, সেটা সবাই বুঝে গেছেন। মানুষের এই কাঙ্খিত বার্তা যেন আমু ভাইয়ের কাছে পৌঁছে যায়। তিনি সকলের শ্রদ্ধাভাজন নেতা, তিনিই জনতার মুখের দিকে চেয়ে পৌরসভার মেয়র পদে আমাকে মনোনয়ন দিবেন।
উল্লেখ্য নলছিটি পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন মাসুদ খান। তিনি পৌরসভার সফল মেয়র হিসেবে যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তা আজও মানুষের মনে গেঁথে আছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …