Latest News
রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নলছিটিতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, নলছিটি :
ঝালকাঠির নলছিটি শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জোহর আলী। সোমবার রাতে জেলা প্রশাসক মন্ডল বাড়ি, তাঁরাবাড়ি, হরিসভা ও পুরান বাজার মন্ডপ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক পূজা উদযাপন পরিষদের নেতা ও ভক্তদের সঙ্গে কথা বলেন। তাদের তাদের কাছে পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন তিনি।
মন্ডপ পরিদর্শনের সময় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুর রহমান, নলছিটির সহকারী কমিশনার (ভূমি) শাখাওয়াত হোসেন, এনডিসি মো.বশির গাজী, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আবুজর মো. ইজাজুল হক, মাছুমা আক্তার, মাহামুদা জাহানসহ স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে তাঁরাবাড়ি মন্ডপে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন রয়েছে তার অনন্য এক উদাহরণ এই শারদীয় দুর্গাপূজা। এখানে সবাই নির্বিগ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছেন।