Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে পল্লীবিদ্যুতের খুঁটির নিচে চাপাপড়ে শ্রমিকের মৃত্যু

নলছিটিতে পল্লীবিদ্যুতের খুঁটির নিচে চাপাপড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে রাস্তার পাশে পল্লীবিদ্যুতের খুঁটি স্থানান্তরের সময় চাপাপড়ে সুজন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ডহরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পল্লীবিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার জন্য ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাশে ডহরপাড়া গ্রামে বিদ্যুতের খুঁটি এনে রাখেন ঠিকাদার। বুধবার ওই খুঁটিগুলো বিভিন্ন স্থানে বসানোর জন্য ক্রেনে করে স্থানান্তর করছিলেন শ্রমিকরা। হঠাৎ ক্রেন সরে গেলে দুই শ্রমিক নিচে চাপাপড়ে। এদের মধ্যে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়। আহত অপর এক শ্রমিককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত শ্রমিক সুজন বরিশাল নগরির পলাশপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য ওয়ালিউল ইসলাম মিন্টু বলেন, চারজন শ্রমিক বিদ্যুতের খুঁটিগুলো স্থানান্তরের কাজ করছিলেন। হঠাৎ ক্রেন সরে গিয়ে এক শ্রমিক নিচে চাপাপড়ে মারা যায়। আহত একজনের অবস্থাও আশঙ্কাজনক।
নলছিটি থানার সহকারী উপপরিদর্শক সুব্রত দাস বলেন, শ্রমিকের লাশ ময়না তদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …