Latest News
রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারনায় ছাত্রলীগ

নলছিটিতে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারনায় ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি পৌরসভার নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল ওয়াহেদ খানের পক্ষে প্রচার-প্রচারণা করেছে ছাত্রলীগ। সোমবার জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা নলছিটি শহরের বিভিন্ন পয়েন্টে ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। এসময় তাঁরা নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন। এর আগে উপজেলা ছাত্রলীগের আয়োজনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় পুরাতন পোস্ট অফিস সড়কে মেয়র প্রার্থী আব্দুল ওয়াহেদ খানের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জর্নাধন দাস, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারন সম্পাদক এসএম আল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. অনিক রহমান সরদার, সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান, সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি প্রিন্স মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ইমামসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। এসময় বক্তারা আগামী ৩০ তারিখ নৌকা মার্কার বিজয়ের জন্য একযোগে কাজ করার লক্ষে ছাত্রলীগের সকলস্তরের নেতাকর্মীদের আহবান জানান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …