Latest News
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / অর্থনীতি / নলছিটিতে ড্রেনের ওপর রাখা ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল অপসারণ করেছেন মেয়র

নলছিটিতে ড্রেনের ওপর রাখা ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল অপসারণ করেছেন মেয়র

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে ড্রেনের ওপর থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের রাখা মালামাল অপসারণ করেছেন পৌর মেয়র। আজ রবিবার সকাল ১১টার দিকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী ড্রেন থেকে মালামাল অপসারণের নির্দেশ দেন।
জানাযায়, নলছিটি পৌরসভা কর্তৃপক্ষ শহরের পয়নিস্কাসনের জন্য উন্নতমানের ড্রেন নির্মাণ করে। নির্মাণের পর থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল ড্রেনের ওপর রাখেন ব্যবসায়ীরা। এতে পথচারীদের যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়। বিষয়টি পৌর মেয়রকে জানালে তিনি এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। রবিবার সকালে তিনি শহরের বিভিন্ন সড়কের পাশে ড্রেনের ওপর রাখা মালামাল অপসারণের নির্দেশ দেন। এসময় মেয়রকে শহরের বিভিন্ন শ্রেণির মানুষ সহযোগিতা করেন।
নলছিটি পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী বলেন, শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখা পৌরসভার দায়িত্ব। সামনে বর্ষা মৌসুম, তাই ড্রেনটি সচল রাখা প্রয়োজন। ড্রেনের ওপর দিয়ে মানুষ যাতায়াত করে। তাই ড্রেনের ওপর রাখা ব্যবসায়ীদের মালামাল অপসারণ করা হয়েছে। ব্যবসায়ীদের বলার পরে নিজেরাই তাদের মালামাল সরিয়ে নেন।