স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় ঝালকাঠির নলছিটিতে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। সোমবার সকাল থেকে এম খান গ্রুপের পক্ষ থেকে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। এতে শহরের রাস্তাঘাট যেমন পরিস্কার হচ্ছে, তেমনি জীবাণু থেকে মুক্তি পাচ্ছে শহরবাসী। এম খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহফুজ খান এ উদ্যোগ গ্রহণ করেন। জীবাণুনাশক স্প্রে ছড়ানোর কারণে প্রশংসিত হচ্ছে এম খান গ্রুপ। মাহফুজ খানের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে নলছিটিবাসী।
মাহফুজ খান বলেন, করোনা ভাইরাস থেকে সবাইকে সুরক্ষিত করতে হবে। সবার সুখেই, আমরা সুখি। আমি আশা করবো করোনায় যেন, একটি মৃত্যুও না হয়। করোনার কারণে যারা কর্মহীন হয়েছে, তাদেরকে আগামী আগামী ৪ এপ্রিল খাদ্য সামগ্রী দেওয়া হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …