স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে চেক প্রতারণা মামলায় (এনআইঅ্যাক্ট) সাজাপ্রাপ্ত আসামি ইউপি সদস্য মতি খানকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। বৃস্পতিবার বিকেলে তাকে উপজেলার মুখিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে নলছিটি থানায় সোপর্দ করে র্যাব।
র্যাব জানায়, ঝালকাঠি শহরের কমল চন্দ্র শীল নামে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা ধার নেয় নলছিটির নাচনমহল ইউনিয়ন পরিষদের সদস্য মতি খান। এ সময় কমলকে তিনি একটি চেক প্রদান করেন। সময় মতো টাকা না দেওয়ায় এবং ব্যাংক হিসাবেও টাকা না থাকায় চেক প্রতারণার মামলা করেন কমল। মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল গ্রামের বাড়ি থেকে মতি খানকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। শুক্রবার দুপুরে মতিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …