Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে চুরি করার সময় হাতেনাতে দুই চোরকে আটক

নলছিটিতে চুরি করার সময় হাতেনাতে দুই চোরকে আটক

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে চুরি করার সময় দুই চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার রাতে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই দুই চোরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্যবসায়ী রেজাউল করিম টুটুর বাসায় রাত দেড়টার দিকে দুই চোর প্রবেশ করে। চোরের উপস্থিতি টের পেয়ে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের। তাঁরা ঘরের ভেতরে দুই চোরকে দেখে চিৎকার শুরু করে। এ সময় দুই চোর পালানোর চেষ্টাকালে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে তাদের কাছে দুই চোরকে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো মো. ইমরান খন্দকার (৩৫) এবং রাতুল ফরাজী (১৮)। সম্প্রতি নলছিটিতে চুরির উপদ্রব বেড়েছে। প্রতিদিনই উপজেলার কোথাও না কোথাও চুরি হচ্ছে। এতে দুশ্চিন্তায় রয়েছে উপজেলাবাসী।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, দুই চোরকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …