Latest News
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ।। ২০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার

নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. হৃদয় হাওলাদার (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে মামলা দায়েরের পর উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. হৃদয় হাওলাদার জামুরা গ্রামের মো. ফরিদ হাওলাদারের ছেলে। সে জামুরায় অবস্থিত আবাসনের ৩৬ নম্বর ঘরে বসবাস করেন।
মামলার, গত ২৩ অক্টোবর রাত নয়টার দিকে কুশঙ্গল ইউনিয়নের বাসিন্দা ওই কিশোরী তাঁর ঘর থেকে পাশের ঘরে যাওয়ার সময় হৃদয় হাওলাদার তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নলছিটি থানায় ২৫ অক্টোবর একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশ্রাব আলী কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মো. হৃদয় হাওলাদার কিশোরীকে ধর্ষণ করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে নলছিটি থানার পরিদর্শক ( তদন্ত) মো. আশ্রাব আলী জানান, কিশোরী ধর্ষণের ঘটনায় এজাহার দায়ের করার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …