Latest News
রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে করোনা সন্দেহে এক শিশুর মৃত্যু ১২ জনকে হোম কোয়ারেন্টিনে

নলছিটিতে করোনা সন্দেহে এক শিশুর মৃত্যু ১২ জনকে হোম কোয়ারেন্টিনে

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলা বিকপাশা গ্রামে করোনা উপসর্গ নিয়ে রাবেয়া আক্তার কলি নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। জ্বর, সর্দি, কাশি, গলাব্যাথা ছাড়াও সে কিডনি সমস্যায় ভুগছিলো বলে তার পরিবার জানিয়েছে। এদিকে ওই শিশুর সংস্পর্শে থাকা খালাতো ভাই নয়ন (১৬) জ্বরে আক্রান্ত হয়েছে। তাকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ওই বাড়িটি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। বাড়িতে বসবাসকারী ১২জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়। এতে বিকপাশা গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ওই বাড়িতে যাওয়ার আগেই লাশ দাফন করা হয়। বাড়ির কোন মানুষ যেন বাইরে বের হতে না পারে সেজন্য লকডাউন করা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …