স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। আইইডিসিআর থেকে সোমবার বিকেলে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে। চিকিৎসা নিতে আসা কোন রোগীর মাধ্যমে ওই চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন বলে সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানিয়েছেন। এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ চিকিৎসকসহ ২৫ স্টাফকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা আক্রান্ত চিকিৎসককে ডক্টর কোয়াটারে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এ ঘটনায় নলছিটি উপজেলাজুড়ে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আপাতত মোবাইল ফোনের মাধ্যমে রোগীদের জরুরিসেবা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য চিকিৎসকদেরও নমুনা সংগ্রহ করা হয়েছিল, তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। এ নিয়ে জেলায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁরা প্রত্যেকেই হোম আইসোলেশনে রয়েছে। তাদের চিকিৎসাসেবা ও পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুনীবুর রহমান জুয়েল জানান, করোনা শনাক্ত হওয়া ওই চিকিৎসক হাসপাতালের বর্হিবিভাগ, ইমারজেন্সি ও আন্তবিভাগে রোগীদের সেবাদান করেছেন। ২৩ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …