স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সাবেক শিল্পমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর (এমপি) ৭৯তম জন্মদিন পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। রবিবার সন্ধ্যায় পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও মিলাদের আয়োজন করেন। এতে ভিডিও কনফারেন্সে অংশ নেন আমির হোসেন আমুু এমপি। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খোন্দকার মজিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হোসেন আকন খোকন, যুগ্মসম্পাদক সিরাজুল ইসলাম সেলিম, নিখিল চন্দ্র মন্ডল সাংগঠনিক সম্পাদক এইচএম আখতারুজ্জামান বাচ্চু, যুবলীগের আহ্বায়ক দুলাল শরীফ, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান। এছাড়াও ছাত্র লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের শত শত নেতাকর্মীরা এতে অংশ নেন। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী বলেন, দক্ষিণ বাংলার সিংহ পুরুষ আমির হোসেন আমুর জন্ম না হলে নলছিটি উপজেলার উন্নয়ন হতো না। তিনি বেঁচে আছেন বলেই এসব সম্ভব হয়েছে। আজ তৃণমূল পর্যায়ে উন্নয়ন হচ্ছে। তিনি আমাদের জন্য আর্শিবাদ, তাঁর দীর্ঘজীবন কামনা করছি।
আমির হোসেন আমুর জন্মদিনে পৌরসভা মিলনায়নকে আলোকসজ্জায় সজ্জিত করেন মেয়র।