Latest News
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ।। ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার

নলছিটিতে ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে ১৩৯ পিস ইয়াবাসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে নলছিটি ফেরিঘাট এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. তারেক ঢ়াড়ি (২৫) ও রুবেল হোসেন। নলছিটি থানার এসআই শেখ মহিউদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ফেরিঘাট এলাকায় একটি চক্র মাদক বিক্রির সঙ্গে সম্পৃক্ত। তাদের গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন সময় অভিযান চালায়। বুধবার ফেরিঘাট সংলগ্ন তারেকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তারেক ও তার সহযোগি রুবেলকে ১৩৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ওসি মো. সাখাওয়াত হোসেন।