স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ রাজিব মাঝি (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রাজিব মাঝি ওই এলাকার মো. জাহাঙ্গীর মাঝির ছেলে।
পুলিশ জানায়, জুরকাঠি এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল রাজিব মাঝি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় রাজিব মাঝির পকেটে সিগারেটের প্যাকেটের মধ্যে থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাসহ রাজিব মাঝিকে গ্রেপ্তার করে পুলিশ।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, রাজিব মাঝি একজন মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের মাদক অভিযান অব্যাহত রয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …