স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার দুপুরে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা জানায়, গত ২ ফেব্রুয়ারি সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রনি সিকদারকে পিটিয়ে আহত করে স্থানীয় সুমন সরদার, হুমায়ুন সরদার, রফিক হাওলাদার ও মনির বাকসহ কয়েকজন নব্য বিএনপির কর্মীরা। এ ঘটনায় নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নলছিটি থানার সহকারী-উপরিদর্শক (এএসআই) কাওছার হোসেন ঘটনাস্থলে গিয়ে তদন্ত কাজ শুরু করেন। এতে ক্ষিপ্ত হয় হামলাকারীরা। মঙ্গলবার দুপুরে সিদ্ধকাঠি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এখলাস হোসেন মুন্না, দপদপিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রাসেল মাঝি, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সোহাগসহ ৫-৬ জনকে সুমন, হুমায়ুন, রফিক ও মনিরসহ একদল যুবক পিটিয়ে ও কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় এখলাস হোসেন মুন্না, রাসেল মাঝি ও সোহাগকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে অভিযুক্ত সুমন সরদার বলেন, সামান্য বিষয় নিয়ে দুই পক্ষের মারামারি হয়েছে। আমাদের কয়েকজন আহত হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, মারামারির ঘটনা উভয়পক্ষ পুলিশকে জানিয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।