স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎ বিভাগে দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োজিত ২৫ জন কর্মচারীকে এক মাসের খাদ্যসামগ্রী দিয়েছেন আবাসিক প্রকৌশলী। সোমবার সকালে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) উপজেলা কার্যালয়ে খাদ্যসামগ্রী কর্মচারীদের হাতে তুলে দেওয়া হয়।
ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) আবাসিক প্রকৌশলী মো. ফিরোজ হোসেন সন্যামত জানান, অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের কিছু টাকা দিয়ে অস্থায়ী কর্মচারী (দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োজিত) ২৫ জনকে এক মাসের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। করোনার এ দুঃসময়ে কাজ কম থাকায় অস্থায়ী কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছিলেন। তাদের সহযোগিতায় অফিসের সব কর্মকর্তা-কর্মচারী এগিয়ে এসেছেন।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, হলুদ-মরিচের গুড়া, পিঁয়াজ, রসুন, আঁদা, তেল, ডিম, সাবান, লবন। এছাড়াও তাদের সুরক্ষা সামগ্রী গেøাবস, মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …