স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নবগ্রাম ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজেট ঘোষণা করেন ইউপি সচিব স্বপন কুমার ওঝা। বাজেটে এক কোটি ১৮ লাখ ৫২ হাজার ৬৯০ টাকা সম্ভাব্য আয় ও এক কোটি ১৭ লাখ ১৭ হাজার ১৯০ টাকা ব্যয় দেখানো হয়েছে। এছাড়াও এক লাখ ৩৫ হাজার ৫০০ টাকার উদ্বৃত্ত দেখানো হয়। ইউপি চেয়ারম্যান মো. মজিবুল হক আকন্দের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সনাকের স্থানীয় সরকার বিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলাম তালুকদার। বাজেটে ওয়ার্ড সভার মাধ্যমে পরিষদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বা স্কীম গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে সনাক সভাপতি অধ্যক্ষ মো. লাল মিয়া,বিন্দুবাসিনী মাধ্যমিক বিদালযের সাবেক প্রধান শিক্ষক ধীরেন্দ্র নাথ বড়াল ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জলিল উদ্দিন হাওলাদার বক্তব্য দেন। টিআইবির এরিয়া ম্যানেজার মো. রোকনুজ্জামান অনুষ্ঠান পরিচালনা করেন। সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।