Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ধানসিঁড়ি নদী রক্ষার দাবিতে মানববন্ধন

ধানসিঁড়ি নদী রক্ষার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে ধানসিঁড়ি নদী রক্ষার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাগড়ি বাজার স্কুল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে ধানসিঁড়ি নদী তীরের বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
রাজাপুর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে বাগড়ি বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়।
এ সময় বক্তারা অভিযোগ করেন, কবি জীবনানন্দ দাশের স্মৃতি বিজরিত ধানসিঁড়ি নদী এক সময় খরস্রোতা ছিল। তখন ঝালকাঠি শহর থেকে রাজাপুর আসার মাধ্যম ছিল নৌ পথ। সেই নৌপথ এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। দখল আর পলি পরায় দীর্ঘদিন ধরে সঠিকভাবে খনন না হওয়ায় নদীটি ভরাট হয়ে যাচ্ছে। বর্তমানে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান নদী খনন কাজ শুরু করে। সরুভাবে নদী খনন করায় এখন শীর্ণ খালে পরিনত হচ্ছে। নদীটি সঠিকভাবে খনন করে পূর্বের ন্যায় নৌ যান চলাচলের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন বক্তারা। মানববন্ধনে মঠবাড়ি ইউপি চেয়ারম্যান শাহ জালাল হাওলাদার, আউয়াল গাজী সুবর হাওলাদার, ফখরুল ইসলাম খান, মজিবর রহমান, নজরুল ইসলাম, জুয়েল তালুকদার বক্তব্য দেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …