Latest News
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য বাসভবন ‘সুখ নিবাস’

তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য বাসভবন ‘সুখ নিবাস’

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়ায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য বাসভবন ‘সুখ নিবাস’র উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আমুয়া নুতন বন্দর এলাকায় এ বাসভবনের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান, মো. মাহমুদুল হক নাহিদ, মো. মিঠু সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহম্মেদুর রহমান ও সুফল ভোগী তৃতীয় লিঙ্গের নাগরিক শিল্পী বেগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মুজিববর্ষে উপলক্ষে তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন এলাকায় বাসভবন করে দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় কাঁঠালিয়া উপজেলার আমুয়ায় সুখ নিবাসের উদ্বোধন করা হয়। শিল্পী বেগমের নামে ঘরটি বরাদ্দ করা হলেও এই ঘরে উপজেলার তৃতীয় লিঙ্গের নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …