স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মীর রফিকুল ইসলাম আজম নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিলে উল্লেখ করা হয়, আগামী ২৭ জানুয়ারি সকাল ১০টা থেকে টানা দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বিকেল তিনটায় গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। আগামী ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১১ জানুয়ারি এ তালিকায় আপত্তি দাখিলের জন্য দিন ধার্য করা হয়। ১২ জানুয়ারি খসড়া ভোটার তালিকার আপত্তির শুনানি ও নিস্পত্তি, ১৩ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৬ জানুয়ারি মনোনয়নপত্র ক্রয় ও ১৭ জানুয়ারি মনোয়নপত্র দাখিলের দিন ধার্য করা হয়। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার ও ২৩ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …