স্টাফ রিপোর্টার : সাইফুল্লাহ সভাপতি, আসাদুজ্জামানকে সাধারন সম্পাদক করে ঢাকাস্থ নলছিটি উপজেলা ছাত্রকল্যাণ সমিতির (২০২১-২০২২) কার্যনির্বাহী সংসদের সম্মেলন শেষে কমিটি গঠন করা হয়েছে। “স্বপ্ন ছোঁয়ার স্বপ্ন নিয়ে ঢাকার বুকে মোরা এক খন্ড নলছিটি” এই স্লোগানকে ধারণ করে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকাস্থ নলছিটি উপজেলা ছাত্রকল্যাণ সমিতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনের ২১ তম সম্মেলনে (২০২১-২০২২)’র কার্যনির্বাহী সংসদের আংশিক কমিটি গঠন করা হয়।সম্মেলনে নির্বাচন পরিচালনা দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক মোঃ নাজির খান খোকন।
বিদায়ী সভাপতি নাঈমুর রহমানের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারন সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় এ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্ম কমিশনের সম্মানিত সচিব মোঃ হামিদ জমাদ্দার, শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এ.কে.এম.শামসুল আরেফিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ বজলুর রহমান দুলাল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবিঞ এড. মাসুদ হোসায়েন, নলছিটি থানা কল্যাণ সমিতির সভাপতি ও নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যান এড. মোঃ ইউনুস লস্কর, নলছিটি থানা কল্যাণ সমিতির সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহসিন আলী খান, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মোঃ এনামুল কবির শাহীন, সিএসআর বাংলাদেশের টেকনিক্যাল অ্যাডভাইজার মোস্তফা কামাল জাকির, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন মিজান। ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি মামুন খান,সাইফুল ইসলাম, মহিবুল্লাহ্ কায়সার পান্না ও বাদল রশিদ খান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র মোঃ খালিদ সাইফুল্লসাকে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগের ছাত্র মোঃ আসাদুজ্জামান আসাদকে সাধারন সম্পাদক করা হয়েছে। এছাড়াও কমিটির অন্যান্যরা হলো সহ-সভাপতি শহীদ আল মাসুদ(রাসেল), বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ও মোঃ রফিকুল ইসলাম, ইংরেজী বিভাগ, ঢাকা কলেজ, যুগ্ম সাধারন সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ , ঢাকা কলেজ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ রায়হান ব্যাপারী, সমাজকল্যান ইনস্টিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মোট ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।বিভিন্ন মহল কমিটির সার্বিক সফলতা কামনা করেছেন।