Latest News
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ।। ৬ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ডেঙ্গু জ্বরে আক্রান্ত স্কুলছাত্রীর মৃত্যু : রাজাপুরের দাদা বাড়িতে ঈদ উদযাপন হলো না

ডেঙ্গু জ্বরে আক্রান্ত স্কুলছাত্রীর মৃত্যু : রাজাপুরের দাদা বাড়িতে ঈদ উদযাপন হলো না

স্টাফ রিপোর্টার :
ঈদ উদযাপন করা হলো না স্কুল ছাত্রী রুশা মণির (৯)। ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দাদা বাড়ি ঝালকাঠির রাজাপুরে পরিবারের সঙ্গে এসেছিল সে। শনিবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুশা ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নের জীবনদাশকাঠি গ্রামের রুহুল আমিন হাওলাদারের মেয়ে। সে ঢাকার ধানমন্ডি রেসিডেন্সিয়াল স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়তো।
রুশার বাবা রুহুল আমিন হাওলাদার জানান, কয়েকদিন পূর্বে ঢাকায় বসে রুশার ডেঙ্গু জ¦র ধরা পড়লে চিকিৎসা করানোর পর কিছুটা সুস্থ হয়। বৃহস্পতিবার পরিবারের সঙ্গে সে গ্রামের বাড়িতে আসে। কিন্তু শুক্রবার সকালে আবার জ¦র বাড়লে তাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানের চিকিৎসকরা তাকে বরিশাল পাঠিয়ে দেন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিছানা না পাওয়ায় বেসরকারি রাহাত আনোয়ারা হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার আরও অবনতি হলে শুক্রবার রাত ৮টার দিকে তাকে পুনরায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিকেলে তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। বাদ আছর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে রুশা মণির স্বজনরা জানিয়েছেন। রুশা মণি কালের কণ্ঠের ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান জসীমের বোনের মেয়ে।