Latest News
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ।। ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালাকাঠি আইজীবী সমিতির বার্ষিক মিলাদ অনুষ্ঠিত

ঝালাকাঠি আইজীবী সমিতির বার্ষিক মিলাদ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে আইনজীবী সমিতির আজীবন সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর বাবা মোয়াজ্জেম হোসেন ও জেলা আইনজীবী সমিতির প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনা করা হয়। মঙ্গলবার বেলা ১২টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান রসুলের সভাপতিত্বে দোয়াপূর্ব আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু, আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান ও অ্যাডভোকেট এম আলম খান কামাল। কোর্ট মসজিদের ইমাম মাওলানা জামাল হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। ১৯৭৩ সালে ঝালকাঠি আইনজীবী সমিতির প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৪৬ জন আইনজীবী মৃত্যু বরণ করেন বলে সভায় জানানো হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …