স্টাফ রিপোর্টার :
আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানের বিরুদ্ধে প্রভাব বিস্তার, হামলা, মামলা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির অভিযোগ করেছেন দলের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিম। বৃহস্পতিবার দুপুরে শহরের ফাতেমা কনভেশন সেন্টারে প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। আনারস প্রতীকের পক্ষে প্রচার প্রচারণায় বাধা প্রদানসহ নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সৈয়দ রাজ্জাক আলী সেলিম বলেন, তার কর্মীসমর্থকদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না। সন্ত্রাসীরা তাঁর নির্বাচনী কার্যালয়ে ভাংচুর করছে। বিনা অপরাধে কর্মীদের পুলিশ গ্রেপ্তার করায় বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিম নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তার সহযোগিতা কামনা করেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন। নির্বাচনের দিন মানুষ ভোট দিতে পারলে তিনি বিজয়ী হবেন বলেও আশাব্যক্ত করেন। এসব অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমান বলেন, সৈয়দ রাজ্জাক আলী সেলিম বানোয়াট অভিযোগ তুলে নির্বাচনকে বাঞ্চাল করার ষড়যন্ত্র করছেন, যেমনটা চাইছেন বিএনপি জামায়াত। আমরাও চাই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। জনগণ ভোট দিয়ে যাকে বিজয়ী করবেন, তিনিই হবেন চেয়ারম্যান।
Home / জাতীয় / ঝালকাঠি সদরে আ. লীগ প্রার্থীর বিরুদ্ধে ভীতিকর পরিবেশ সৃষ্টির অভিযোগ সতন্ত্র প্রার্থীর