Latest News
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ ।। ১৪ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া ও মিলাদ

ঝালকাঠি প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া ও মিলাদ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি প্রেস ক্লাবরে প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. অসীম কুমার সাহা, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ড. কামরুন্নেছা আজাদ ও জাতীয় পার্টির নেতা মাহাবুব হোসেন।
অনুষ্ঠানে প্রয়াত সদস্যদের পরিবার ও প্রেস ক্লাবের সদস্যসহ বিশিষ্টজনরা অংশ নেন। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুর রশীদ।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …