Latest News
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ।। ৬ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি পৌরসভা নির্বাচনে ইভিএম ব্যবহারের ওপর প্রশিক্ষণ

ঝালকাঠি পৌরসভা নির্বাচনে ইভিএম ব্যবহারের ওপর প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার :
আগামী ১১ এপ্রিল ঝালকাঠি পৌরসভা নির্বাচনে সবগুলো কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএম ব্যবহার করে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তাই ইভিএম ব্যবহারের ওপর প্রশিক্ষণ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা শিলপকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও নির্বাচন অফিস। জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওহিদুজ্জামান মুন্সি ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজ ইভিএম ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, বিশেষ অতিথি ছিলেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। অনুষ্ঠানে মেয়র ও কাউন্সিলর প্রার্থী ও স্থানীয় ভোটাররা অংশ নেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটির পূর্ব মালিপুর বাইতুস সালাম জামে মসজিদের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি পৌর এলাকার পূর্ব মালিপুর বাইতুস সালাম জামে মসজিদের নতুন কমিটি …